
ক. কুর্ট ওয়াল্ডহেইম
খ. দ্যাগ হ্যামারশোল্ড
গ. ট্রিগভেলাই
ঘ. জাভিয়ের পেরেজ ডি কুয়েলার
উত্তর: গ. ট্রিগভেলাই
ব্যাখ্যা:
জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব ছিলেন - ট্রিগভেলাই (Trygve Lie)। তিনি ফেব্রুয়ারি ১৯৪৬ থেকে নভেম্বর ১৯৫২ মেয়াদে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন। তার আগে ২৪ অক্টোবর, ১৯৪৫ থেকে ২ ফেব্রুয়ারি ১৯৪৬ সাল পর্যন্ত ব্রিটিশ নাগরিক- গ্লাডউইন জেব (Gladwyn Jebb) জাতিসংঘের ভারপ্রাপ্ত মহা সচিব হিসাবে দ্বায়িত্ব পালন করেন।
আরো পড়ুন:
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box.